পবিত্র রমজান মাস উপলক্ষ্যে স্কুল শাখার ক্লাসের সময়সূচী ***এ্যাসেম্বলি প্রসঙ্গে ***সম্মানিত অভিভাবক (কেজি হতে দশম শ্রেণি), আগামী ১১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ (রবিবার) হতে স্কুলের ক্লাস সকাল ৮:৩০ হতে শুরু হবে। সকাল ৮টা ২০ মিনিটে গেট বন্ধ হয়ে যাবে। ***সম্মানিত অভিভাবক, (কলেজ শাখা) আপনার সন্তানকে সকাল ৮:১৫ ঘটিকার মধ্যে কলেজে প্রেরণ করুন। প্রতিষ্ঠানের গেট সকাল ৮টা ২০ মিনিটে বন্ধ হয়ে যায়। ***সম্মানিত অভিভাবক, ইতোপূর্বে আপনাদের বারংবার অবহিত করা হয়েছিল ক্লাস শুরুর ১০ মিনিট পূর্বে সকল গেট বন্ধ হয়ে যায়। দেরি হবার কারণে স্কুলে আসতে না পারলে অনুপস্থিত হিসেবে গণ্য হবে। অনুপস্থিত ছাত্র/ছাত্রী অনিয়মিত হিসেবে বিবেচিত হবে। ***Dear parents, Please note, school gate closes 10 minutes before class time. Late students are not allowed to attend the class. Any absent (without leave) will be considered as irregular student. For details please check www.cpscs.edu.bd. Regards, Principal CPSCS

Print Media





















জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম সৈয়দপুরের ধৃতি রায়




 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 


সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে নীলফামারীতে শীর্ষে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর

২০১৯ সালের এসএসসি পরীক্ষায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার ২৮ বিদ্যালয়ের মধ্যে ১৫টি থেকে ৪৭৩ জন পরীক্ষার্থী পেয়েছে জিপিএ-৫। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৪৬৩ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৮ জন এবং মানবিকে ২জন পরীক্ষার্থী রয়েছে।    বিস্তারিত…


সৈয়দপুরে ১৫ স্কুলে জিপিএ-৫ পেয়েছে ৪৭৩ জন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সোমবার প্রকাশিত এবারের (২০১৯ সাল) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার ২৮টি বিদ্যালয়ের মধ্যে ১৫টি থেকে ৪৭৩ জন পরীক্ষার্থী পেয়েছে জিপিএ-৫ পেয়েছে। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৪৬৩ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৮ জন এবং মানবিকে ২জন পরীক্ষার্থী রয়েছে।
উপজেলার বিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ পেয়ে শীর্ষে রয়েছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ প্রতিষ্ঠানটি থেকে দুই বিভাগের ২৬২ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮৪ জন। এদের মধ্যে বিজ্ঞানে ১৮৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে একজন।    বিস্তারিত…



সৈয়দপুর ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজে আন্ত: হাউস আলোকচিত্র প্রদর্শনি

March 26, 2019

স্টাফরিপোর্টার
সৈয়দপুর ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজের ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে আন্ত: হাউস আলোকচিত্র প্রদর্শনি ও প্রতযিোগীতা অনুষ্ঠতি হয়েছে। মঙ্গলবার সকালে সৈয়দপুর ক্যান্টপাবলকি স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে প্রদর্শনির উদ্বোধন করেন প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ তৌহিদ-উল ইসলাম, বিএসপি, পিএসসি, কমান্ডার ২২২পদাতিক ব্রিগেড, সৈয়দপুর সেনানিবাস।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে.কর্নেল মোঃ সাজ্জাদ হোসেন,পিএসসি, সিগস্, অধ্য ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সৈয়দপুর, মোঃ শফিকুল ইসলাম, উপাধ্য (ইংলশি র্ভাসন), ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সৈয়দপু। প্রদর্শনিতে শিক্ষার্থীদের ১২০টি ছবি স্থান পেয়েছে।

প্রদর্শনিতে বিচারকের দায়িত্ব পালন করেন রংপুর ফটোগ্রাফিক সোসাইটির আহবায়ক মাহাতাব লিটন। এসময় ফটোগ্রাফি ক্লাবের সভাপতি মিসেস তানিয়া জামান, সদস্য বায়েজীদ হোসেন, মোশারফ হোসেন রংপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক শাহিদুর রহমান শাহিদ উপস্থিত ছিলেন।